রঘুনাথগঞ্জ গোডাউন কলোনির সংলগ্ন রাস্তা থেকে একটি টোটো নিয়ে পলাতক এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি

 

রঘুনাথগঞ্জ গোডাউন কলোনির সংলগ্ন রাস্তা থেকে একটি টোটো নিয়ে পলাতক এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি, জানা গিয়েছে রাজগ্রাম বহুতালি থেকে লিকবাস সেখ পেশায় একজন টোটো চালক বয়স ১৬, পিতা জহিরুল সেখ বাড়ি বহুতলি এলাকায়, আজকে সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি লিকবাস সেখ নামে ওই টোটো চালক কে ভাড়া করে আনে রঘুনাথগঞ্জ ভাড়া হয়েছিল ৫০০টাকা ওই ব্যক্তির কাছে তালা বন্ধ বাক্স ছিল রঘুনাথগঞ্জ আসার পরেই গোডাউন কলোনি রাস্তার পাশে দাঁড় করিয়ে টোটো চালককে তিনি বলেন বাক্সটি ধরতে পাশাপাশি এও বলা হয় ওই বাক্সে দেড় লক্ষ টাকা আছে বাক্সটি ধরতে বলে কাপড় কিনতে নিয়ে যাওয়ার নাম করে টোটো নিয়ে চম্পট হয় ওই অজ্ঞতা পরিচয় ব্যক্তি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন