ডোমকল, মুর্শিদাবাদ | ১২ জুলাই, ২০২৫ – ডোমকল থানার পুলিশের কড়া নজরদারিতে আটক হল এক আগ্নেয়াস্ত্রধারী। মুর্শিদাবাদ জেলা পুলিশের আওতাধীন ডোমকল থানার পুলিশ সম্প্রতি সামাজিক মাধ্যমে নজরদারি চালানোর সময় একটি সন্দেহজনক ছবি থেকে জানতে পারে, এক ব্যক্তি বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে হানা দিয়ে চালানো হয় তল্লাশি অভিযান। অভিযানে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা গুলি। ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে থানায় আনা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। সূত্রের দাবি, অস্ত্র কারবারের কোনও বড়সড় চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে ধৃতের।
মুর্শিদাবাদ জেলা পুলিশ জানিয়েছে, জেলার নিরাপত্তা রক্ষার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
Category:
অপরাধ