নিজস্ব প্রতিনিধি:মুর্শিদাবাদ জেলার সুতি -১ ব্লক বিডিও এইচ এম রিয়াজুল হকের উদ্যোগে বহূতালি গ্রাম পঞ্চায়েতের দুঃস্থদের মাঝে ত্রিপল বিতরণ করেন। জানা যায় যে,২০-২৫ জনকে এই ত্রিপল বিতরণ করেন বিডিও। আজকের এই কর্মসূচীতে অংশ গ্রহন করেন ব্লক ডিজেস্টার ব্যবস্থাপনা আধিকারিক পিনাকি চ্যাটার্জি, ব্লক উচ্চ বিভাগীয় সহায়ক মোহাম্মদ জাহাঙ্গীর সেখ, বি সি ডব্লিউ রাজকুমার মণ্ডল, পঞ্চায়েত সমিতির ডেপুটি সেক্রেটারি তাপস কুমার দাস, ব্লক ইলেকশন সহায়ক তারিক আহমেদ, জে.ই শেখ সাবির এছাড়াও অন্যান্য কর্মীগণ।