বাড়ির ছাদ থেকে গলাকাটা অবস্থায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার রঘুনাথগঞ্জে।

 

বাড়ির ছাদ থেকে গলাকাটা অবস্থায় এক কিশোরের মৃতদেহ উদ্ধার ।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার ২০ নং ওয়ার্ডে।

 মৃত কিশোরের নাম সাইদ আফ্রিদি। সে জঙ্গিপুর বয়েজ স্কুলের 12 ক্লাস এর ছাত্র।

জানা যায়,পড়াশোনার জন্য এক সপ্তাহ আগে সাইদ আফ্রিদি তার মা ও দিদির সঙ্গে রঘুনাথগঞ্জে ভাড়া থাকতো।তাদের গ্রামের বাড়ি হাতিবাগান এলাকায়।

পরিবার সূত্রে খবর,গতকাল রাতে সবাই একসঙ্গেই ঘুমোতে গিয়েছিলেন।কিন্তু তার দিদি রাজিয়া সুলতানা আমাদের জানিয়েছেন সকালে ঘুম থেকে উঠে জখন ভাই সাঈদ আফরিদি কে গোটা বাড়িতে খুঁজে না পাওয়ায় বাড়ির লোক যখন ছাদে ওঠে দেখেন বাড়ি লাগলো পাশের ছাদে রক্তমাখা মৃতদেহ দেখতে পাই । ।এরপর খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়।রঘুনাথগঞ্জ থানার পুলিস এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।কি কারণে খুন করা হয়েছে আর কারাই বা খুন করেছে ;পুরো বিষয়টি খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন