নিজস্ব সংবাদদাতা: সুতি
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে এসএসসির প্রাক্তন উপদেষ্টা মানিক ভট্টাচার্য সকলেই জেলে। শিক্ষক নিয়োগ দুর্নীতির জট যেন আর কাটতেই চাইছে না। এরমধ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল সিআইডি ইডি তদন্ত শুরু করেছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। চলছে চিরুনি তল্লাশি। আর এরই মধ্যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মুর্শিদাবাদের গোঠা এ আর রহমান উচ্চ বিদ্যালয় এসে পৌঁছালো সিআইডির তদন্তকারী আধিকারিকরা। একাধিকবার শিক্ষক নিয়োগ প্রসঙ্গে দুর্নীতির কথা উঠে এসেছে সুতির এই ঐতিহ্যবাহী বিদ্যালয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিআইডি টিম আজ এসে পৌঁছায় এখানে। জানা গিয়েছে সিআইডি টিম গোপন সূত্রে খবরের ভিত্তিতে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক এই উচ্চ বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। এদিকে সিআইডি টিম আসতেই রীতিমতো সারা পড়ে গিয়েছে গোটা এলাকায় সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে যদিও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে পরিদর্শন।