রক্তদান করে ব্লাড ব্যাংকেই ইফতার যুবকের

রক্তদান করে ব্লাড ব্যাংকেই ইফতার যুবকের 

রনি শেখ, জঙ্গিপুর: রক্তসংকটে ধুঁকছে ব্লাড ব্যাংকগুলো, রক্তের অভাবে চরম হয়রানির শিকার হচ্ছে রোগীর পরিবারেরা। রমজান মাসে বহু রক্তদাতাই করছেন রোজা যার ফলে সবাইকে পাওয়া যাচ্ছেনা রক্তদানের জন্য। আর এইমতো অবস্থাতেই সাগরদিঘি হাসপাতালে চিকিৎাধীন ৩৫ বছর বয়সী মিম্মা বিবি, পেটে পাথর হওয়ায় প্রয়োজন অপারেশেনের, হিমোগ্লোবিনো ছিল কম। যার ফলেই দরকার ছিল জরুরী রক্তের। রক্তের সন্ধান না পেয়ে রোগীর মা হালিমা বিবি যোগাযোগ করেন সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক এবং রক্তযোদ্ধা সঞ্জীব দাসের সঙ্গে। তারপরই রক্তের গ্রুপ মিলিয়ে ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস ফোন করে রক্তদানের আবেদন জানান সাগরদিঘির কাজী আক্রাম রেজাকে। সেইসময় তিনি সাগরদিঘি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে জঙ্গিপুরে ছিলেন বিশেষ কাজে। তবে জরুরী রক্তের প্রয়োজন শুনেই তিনি তড়িঘড়ি কাজ সেরে ছুটে আসেন সাগরদিঘি ব্লাড ব্যাংকে। রক্তদান সম্পন্ন হয় তখন ঘড়িতে প্রায় ৫:৫০,আর তিনি রোজা করেছিলেন সেইজন্য ইফতারের সময় হয়ে যাওয়ায় সেখানেই প্রারম্ভিক ইফতার সারেন তিনি। রক্তযোদ্ধা সঞ্জীব দাস বলেন "যেহেতু ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট সবসময়ই থাকছে সে কারণে আমাদেরকে প্রায় প্রতিদিনই রক্তের যোগান দিতে হচ্ছে বিভিন্ন রোগীদের জন্য, রমজান মাস চলাই বহু রক্তদাতাই রোজা রাখছেন তবে অনেকেই রোজার মধ্যেও আমাদের একডাকে এসে মুমূর্ষ রোগীদের জন্য রক্ত দান করছেন যেটা সত্যি আমাদের কাছে খুব গর্বের বিষয়। এরপরেও আমি সকলকে অনুরোধ করবো যারা রক্তদানে সক্ষম তারা স্বেচ্ছায় যদি রক্তদানে এগিয়ে আসেন তাহলে আমাদের পক্ষে রক্তের ঘাটতি মেটানো আরো সহজভাবে সম্ভব হবে। আমি সকল রক্তদাতাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা বিভিন্ন বাধা বিপত্তি পার করেও আমাদের ডাকে সাড়া দিয়ে রক্তদান করছেন এবং মূমূর্ষ রোগীদের জন্যে এগিয়ে আসছেন।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন