বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নিগ্রহের প্রতিবাদে রঘুনাথগঞ্জে ভাষা আন্দোলনের কর্মসূচির ঘোষণা !


 

নিজস্ব সংবাদ, রঘুনাথগঞ্জ: বিজেপি শাসিত একাধিক রাজ্যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের ওপর চলতে থাকা অত্যাচার ও ‘বাংলাদেশী’ তকমা দেওয়ার ঘটনার বিরুদ্ধে সরব হলো রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি ব্লকে ‘ভাষা আন্দোলন’ সংগঠিত করার ডাক দিয়েছিলেন। সেই আহ্বানকে সামনে রেখেই রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্ব একাধিক কর্মসূচি গ্রহণের ঘোষণা করল।

শনিবার এক সাংবাদিক সম্মেলনে ব্লক সভাপতি ইউসুফ শেখ জানান, “বিদ্যুৎ মন্ত্রী ও রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বিধায়ক মোঃ ফখরুজ্জামানের নেতৃত্বে ধারাবাহিকভাবে ভাষা আন্দোলনের কর্মসূচি পালিত হবে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপর যে অমানবিক নির্যাতন চলছে, তার তীব্র প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি।”

প্রসঙ্গত, সম্প্রতি উড়িষ্যাসহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের ‘বাংলাদেশী’ বলে অপমান ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। এর বিরুদ্ধে তৃণমূলের রাজ্য নেতৃত্ব রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন