আইসিডিএস সেন্টারে ‘অখাদ্য’ খাবার পরিবেশন, ক্ষুব্ধ অভিভাবকরা ঘিরে ধরলেন কর্মীদের!

 


নিজস্ব সংবাদ, রঘুনাথগঞ্জ:  মিড-ডে মিলে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জঙ্গিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধনপথ নগর এলাকার এম-১২ আইসিডিএস সেন্টারে।

অভিযোগ, সেদিন মিড-ডে মিল হিসেবে যে ডিম ও সবজি পরিবেশন করা হয়েছিল, তা ছিল পচা ও অখাদ্য। এই অভিযোগ তুলে ক্ষুব্ধ অভিভাবকরা অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলায় কার্যত অচলাবস্থার সৃষ্টি হয় সেন্টারের কাজকর্মে।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, শিশুদের জন্য যেসব খাবার দেওয়া উচিত তা একদিকে যেমন পুষ্টিকর নয়, অন্যদিকে আবার স্বাস্থ্যহানির আশঙ্কাও তৈরি করছে। এমনকি বেশ কয়েকজন শিশু খাবার খেয়ে অসুস্থ বোধ করে বলেও দাবি করেন তাঁরা।

এ বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের তরফে কোনও সদুত্তর না মেলায় বিক্ষোভ আরও তীব্র হয়। খবর পেয়ে প্রশাসনের তরফে স্থানীয় ICDS সুপারভাইজার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও এই কেন্দ্রে খাদ্যের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এবার তা চরমে পৌঁছেছে বলে দাবি অভিভাবকদের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন