ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় আহতদের রক্ত দিতে এগিয়ে এলেন সাধারণ মানুষ, রাত জাগছে মানবতা!



নিউজ ডেস্ক,২০ জুলাই,সোমবার: বাংলাদেশের ঢাকার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে একটি হৃদয়বিদারক বিমান দুর্ঘটনার পর যখন গোটা দেশ শোকস্তব্ধ, তখনই দেখা গেল মানবতার এক অপূর্ব দৃষ্টান্ত। আহতদের জীবন বাঁচাতে রক্ত দিতে একে একে সিরিয়াল ধরে দাঁড়িয়ে পড়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ। রাত গভীর হলেও ক্লান্তি নেই কারও চোখে। নিজের ব্লাড গ্রুপ লিখে কাগজে তুলে ধরে দাঁড়িয়ে আছেন ভাইয়ের পাশে ভাই, অচেনা মানুষের জন্যও যেন হৃদয়ে গভীর টান।

একজন প্রত্যক্ষদর্শী জানান, “আমি ‘B+’ ব্লাড গ্রুপের, হাসপাতাল থেকে খবর শুনেই ছুটে এসেছি। মানুষ বাঁচুক, এটাই চাই।” আরেকজন বলেন, “এই রাতে ঘুম নয়, এখন মানুষের পাশে দাঁড়ানোর সময়। আল্লাহর রহমতে আমরা আছি, তাই চেষ্টা করছি অন্যদের জন্য কিছু করতে।”

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই মানবিক দৃশ্য ভাইরাল হয়েছে। বহু মানুষ তাদের ব্লাড গ্রুপ জানিয়ে নিজেদের নম্বর দিচ্ছেন, হাসপাতালে এসে লাইনে দাঁড়াচ্ছেন।

এই রাত যেন হয়ে উঠল মানবতার আলোয় আলোকিত — যেখানে ধর্ম, জাতি, পরিচয় ভুলে মানুষ শুধু মানুষকেই বাঁচাতে চাইছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন