ভাঙড়ে রক্তদান শিবির করে ইতিহাস গড়লেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী

 

ভাঙড়ে রক্তদান শিবির করে ইতিহাস গড়লেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়

  একদিনে তিন হাজার মানুষের রক্তদান। প্রায় ৫০০-র বেশি মহিলারা রক্তদানে এগিয়ে এলেন। 


সাম্য,ন্যায়, সুশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানব সেবার লক্ষ্যে রক্তপাত, প্রাণহানী নয় রক্তদান, প্রাণরক্ষাই হল ভাঙড় এর পরিচয়। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এর আইএসফের বিধায়ক মোঃ নওশাদ সিদ্দিকীর উদ্যোগে এবং ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২১শে আগস্ট রবিবার সকাল ৯টা থেকে রক্তদান শুরু হয় ভাঙরের শোনপুর এলাকায়।

মানবতার লক্ষ্যে ভাঙড়ের আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীর ডাকে ৩০০০ জন রক্তদান করে রেকর্ড গড়লেন। এই ধরণের মহৎ উদ্যোগের জন্য বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন