গ্রামীণ এলাকায় স্কুলছুট নিয়ন্ত্রণ, শিক্ষক ঘাটতি পূরন, পর্যাপ্ত গার্লস কলেজ, জঙ্গিপুর মহকুমায় আইন ও মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জঙ্গিপুর SDO অফিসে ডেপুটেশন প্রদান এসআইও'র

 

শিক্ষা জাতির মেরুদণ্ড, মূল্যবোধের শিকড় ও কর্মসংস্থানের ভিত্তি। একমাত্র শিক্ষাই একটি জাতিকে সার্বিক উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে। কিন্তু বর্তমানে মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের শিক্ষা ও কর্মসংস্থানের বেহাল দশা অত্যন্ত উদ্বেগজনক। একদিকে শিক্ষক পদে নিয়োগে পাহাড় সমান দুর্নীতি, আর অন্যদিকে শিক্ষাঙ্গনে পড়াশোনার পরিবেশ ভূলুণ্ঠিত। এমতবস্থায় স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা শিক্ষার পুনর্মূল্যায়ন, সমুন্নত শিক্ষাঙ্গন ও বেকারত্ব দূরীকরণের আওয়াজ তুলেছে। 

আজ একাধিক দাবিদাওয়া নিয়ে জঙ্গিপুর SDO অফিসে এসআইও উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হল। স্কুলছুট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, স্কুলগুলিতে শিক্ষক ঘাটতি পূরণ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আহিরন ক্যাম্পাসের পরিকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত গার্লস কলেজ, জঙ্গিপুর মহকুমায় একটি আইন কলেজ, একটি মেডিক্যাল কলেজ স্থাপন, বয়েজ -গার্লস পৃথক হোস্টেল তৈরি, SSC, MSC, CSC, PSC ও প্রাইমারিসহ অন্যান্য চাকরির শূন্যপদ পূরণে নিয়মিত ও দুর্নীতি মুক্ত নিয়োগ প্রক্রিয়া সহ একগুচ্ছ দাবি সংক্রান্ত ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি ইত্তেহাদ আলম , জেলা সম্পাদক আনোয়ার হোসেন, ক্যাম্পাস সেক্রেটারি ওবাইদুর রহমান, রঘুনাথগঞ্জ ব্লক সেক্রেটারি জসিম সেখ ও জনসংযোগ সম্পাদক শাহিদ আফ্রিদি।


দাবিসমূহ-

১) প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে একটি গার্লস কলেজ প্রতিষ্ঠা করতে হবে ।

২) করোনার প্রভাবে স্কুলছুটের পরিসংখ্যান প্রকাশ করতে হবে ও স্কুলছুট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

৩) উৎসশ্রী প্রকল্পের পূর্নমূল্যায়ন করতে হবে ।

৪) সমস্ত প্রকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফি হ্রাস করতে হবে।

৫) ছাত্র-যুবকদের যোগ্যতানুযায়ী স্বনির্ভরতার লক্ষ্যে পরিকাঠামো গড়ে তুলতে হবে।

৬) দ্রুত শিক্ষক নিয়োগ করে স্কুলগুলোতে শিক্ষক ঘাটতি মেটাতে হবে।

৭) মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন করতে হবে। 

৮) আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আহিরন ক্যাম্পাসের পরিকাঠামোগত উন্নয়ন ও কোর্সের সংখ্যা বৃদ্ধি করতে হবে।

৯) জঙ্গিপুর সংসদীয় এলাকায় একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। 

১০) জঙ্গিপুর মহকুমায় একটি আইন কলেজ প্রতিষ্ঠা করতে হবে।

১১) কলেজকেন্দ্রিক এলাকাগুলোতে ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেল তৈরি করতে হবে।

১২) SSC, MSC, CSC, PSC ও প্রাইমারিসহ অন্যান্য চাকরির শূন্যপদ পূরণে নিয়মিত ও দুর্নীতি মুক্ত নিয়োগ প্রক্রিয়ার ব্যাবস্থা করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন