শিক্ষা বাঁচাও,সংবিধান বাঁচাও,দেশ বাঁচাও,সহ বিভিন্ন দাবি নিয়ে ছাত্র সংগঠন SFI এর রালি ও পথসভা।

সামশেরগঞ্জ নিজস্ব প্রতিনিধি:
 শিক্ষা বাঁচাও,সংবিধান বাঁচাও,দেশ বাঁচাও,সহ বিভিন্ন দাবি নিয়ে ছাত্র সংগঠন SFI এর রালি ও পথসভা।শুক্রবার দুপুরে ফরাক্কার হয়ে সামশেরগঞ্জে এসে পৌঁছায় এই রালি,সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা NH34এ একটি পথসভা করে ,আবার কলকাতার উদ্দেশ্য রওনা দেই এই মিছিল।মূলত তারা সামশেরগঞ্জের নুর মহম্মদ কলেজে তারা পথসভা করতে চাইলে পুলিশের সাথে তারা বাকবিতণ্ডা তে জড়িয়ে পড়ে। এবং পরে তারা সামশেরগঞ্জের ডাকবাংলা বাস স্টান্ডে এসে শান্তিপূর্ণ ভাবে পথসভা ও বিক্ষোভ মিছিল শেষ করে কলকাতার উদ্দেশ্যে র‌ওনা হয়।এদিনের এই রালিতে উপস্থিত ছিলেন,sfi জেলা কমাটির সম্পাদক সানাওয়াজ,ধুলিয়ানের sfi নেতা মোদ্দাসর হোসেন sfi সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি সহ বহু sfi নেতা নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন