ফুটবল নিয়ে বাঙালির উন্মাদনার শেষ নেই। ধন্যি মেয়ে সিনেমায় সেই কবে গানটা গাওয়া হয়েছিল- সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
ফুটবল যে নামের সাথে মিশে আছে কত আবেগ, কত ভালোবাসা, কত উম্মাদনা। আজ জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে ও ভাতৃ সংঘ ক্লাবের পরিচালনায় অনুষ্টিত হলো কাউন্সিলার ফুটবল ফাইনাল খেলা। আজকের এই খেলায় চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জুম্মা খাঁ দল বনাম এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জহিদুর রহমানের দল। কাউন্সিলার জহিদুর রহমানের দল ২-৩ গোলে জয় লাভ করেন। এই খেলার মাঠে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন -জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম, ডাক্তার মোশারফ হোসেন , জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ আধিকারিক A.S.I সামসাদ আলী, ওয়াশিম রেজা, সহ সমস্ত প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর গন।