জঙ্গিপুর ব্লাড ব্যাঙ্কে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রক্তদান শিবির স্থগিত রাখার কারণে রক্তের সংকট দেখা দিয়েছে এবং রোগীরা সমস্যায় ভুগছেন । রক্তদানে এগিয়ে এলেন হাসপাতালের সুপার।


 জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে রক্তের অকাল সঙ্কট দেখা দিয়েছে এই সংকট মোচন করতে এগিয়ে এলেন খোদ জঙ্গিপুর মহাকুমা হাসপাতালের সুপার ডক্টর অবিনাশ কুমার। বিগত দিনে জঙ্গিপুরের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই জঙ্গিপুর ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করত কিন্তু হঠাৎ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সিদ্ধান্ত নিয়েছে রক্তদান শিবির গুলো স্থগিত রাখার।সাধারণ মানুষের প্রশ্ন কেন। উল্লেখ্য কদিন আগেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অমিতাভ দাস অন ডিউটি ছেড়ে প্রাইভেট সেক্টরে প্র্যাকটিস করছিলেন তারই প্রতিবাদ করতে গিয়ে ছয় জন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যকে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে। সেই ৬ জন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের জঙ্গিপুর মহকুমা আদালত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে তারা কোনরকম স্বেচ্ছায় রক্তদান শিবির করবে না যতদিন না তাদেরকে সসম্মানে মুক্তি দেয়া হচ্ছে। এই সময় জঙ্গিপুর ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দিয়েছে সেই রক্তের সংকট মেটাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবং স্বেচ্ছাসেবী সংগঠন কে রক্ত দেওয়ার ব্যাপারে এগিয়ে আসার আহ্বান করেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার অবিনাশ কুমার। তবে স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি তাদেরকে কোন লিখিতভাবে জানানো হয়নি। তাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির স্থগিত বহাল থাকবে বলে সাব জানিয়ে দিয়েছেন। তবে একথাও বলেছেন যে রক্তদান শিবির বন্ধ থাকলেও মুমূর্ষু রোগীর রক্তের জরুরী পরিষেবাই তারা রক্তদান করছে জঙ্গিপুর ব্লাড ব্যাংকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন