আবারো মানবিক মুখ রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশের।
রনি শেখ,জঙ্গিপুর: রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশ একটি পরে পাওয়া টাকার ব্যাগ ফিরিয়ে দিল ব্যাক্তিকে।জানা যায় রঘুনাথগঞ্জের খড়খড়ি ব্রিজ সংলগ্ন কানাড়া ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নিস্তা গ্রাম যাচ্ছিল অচিন্ত্য মন্ডল নামে এক ব্যক্তি। সেই সময় রঘুনাথগঞ্জের ফুলতলা মোড়ে ব্যাগটি কোনরকমে পড়ে যায়। ব্যাগটি কুড়িয়ে পায় রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশ।ব্যাগ খুলতেই চক্ষু চরক গাছ পুলিশের। ব্যাগের ভিতর দেখতে পাই টাকা চাঁদির মালা মোবাইল সহ বিভিন্ন রকম ডকুমেন্ট। তারপরেই কোন রকমে যোগাযোগ করা সম্ভব হওয়ায় সেই ব্যক্তির সঙ্গে। রঘুনাথগঞ্জ ফুলতলা সাব ট্রাফিক অফিসে ডেকে পাঠানো হয় অচিন্ত্য মন্ডল নামে ঐ ব্যক্তিকে। এবং তাদেরকে পুলিশের তৎপরতায় সমস্ত টাকা ডকুমেন্টস এবং ব্যাগের মধ্যে যা যাবতীয় ছিল ফেরত দেওয়া হয়। আমরা প্রধানতই জানি যে পুলিশ শুধু অপরাধীদের ধরে এবং বিভিন্ন অপকর্ম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে। তবে আমার আপনার ধারণা একেবারেই ভুল। পুলিশও যে মানবিক তা বারবার পরিচয় দিয়ে চলেছে রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশ।