রনি শেখ,জঙ্গিপুর: চলছে রমজান মাস, ঈদ আসতে দেরি নেই আর বেশিদিন। তাই প্রতিবছরের মতো এ বছরও মুর্শিদাবাদের এক অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা এর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় বস্ত্রদান কর্মসূচির। ট্রাস্টের পক্ষ থেকে আজকে সাগরদদিঘী সংলগ্ন বিভিন্ন গ্রামের বেশ কিছু দুঃস্থ ব্যক্তিদের বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। মহিলাদের শাড়ী এবং বাচ্চা ও পুরুষদেরও নতুন পোশাক উপহার দেওয়া হয়। এছাড়াও এবছর পোশাকের পাশাপাশি বিভিন্ন খাদ্য সামগ্রী যেমন লাচ্চা, চিনি, বাদাম, ঘী ও দুধের প্যাকেট দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস ও অন্যান্য সদস্য বিশ্বজিৎ সাহা, রাহুল ভকত, মিঠুন দাস,মজির হোসেন, সাবিরুল শেখ সহ অন্যরা ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন "উৎসব সকলের,আর সেই উৎসবের দিনে সকল মানুষের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রচেষ্টা। প্রতিবছরই ঈদ ও পুজোতে আমরা এরকম কর্মসূচী করেই থাকি, তবে প্রতিবছর একটি নির্দিষ্ট স্থানে সকলকে ডেকে নিয়ে বিতরণ করা হতো পোশাক, এবছর তীব্র গরম এবং দাবদাহের কথা মাথায় রেখে রোজা অবস্থায় যেন কোন মানুষের অসুবিধে না হয় এই সমস্ত কিছু ভাবনা চিন্তা করেই আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তুলে দিয়েছি উপহার সামগ্রী। আজকে আমাদের কর্মসূচির প্রথম চরণ শুরু করলাম। আগামী বেশ কিছুদিন আমরা এরকম বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন দুঃস্থ পরিবারের হাতে ঈদের উপহার তুলে দেওয়ার চেষ্টা করব।
Category:
মানবিক উদ্যোগ