ঘূর্ণিঝড় রেমাল: এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসেব দিল রাজ্য সরকার
ঘূর্ণিঝড় রেমালের জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত। ঝড় ও বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কত? তার একটি হিসেব দিল রাজ্য সরকার। ঘূর্ণিঝড় রেমালের জেরে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ২৪ টি ব্লক ও ৭৯ টি ওয়ার্ড। বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে (মোট) ১৪,৯৪১টি। যার মধ্যে আংশিক: ১৩৯৩৮, সম্পূর্ণ: ১০০৩ (যদিও এই হিসেব বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন)। রেমালের তাণ্ডবে গাছ পড়েছে ২১৪০ টি। বিদ্যুতের খুঁটি পড়েছে ৩৬৭ টি। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঝড়-বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন ২০৭০৬০ জন। যার মধ্যে বর্তমানে ত্রাণ শিবিরে রয়েছেন ৭৭২৮৮ জন। মোট ১৪৩৮ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। গ্রুয়েল কিচেন চলছে ৩৪১ টি। এখনও পর্যন্ত মোট ১৭৭৩৯টি ত্রিপল বিলি হয়েছে।
Category:
প্রাকৃতিক দুর্যোগ