রঘুনাথগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর আহত আরো এক।
সংবাদদাতা,জঙ্গিপুর: মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তগত জঙ্গিপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর টোল ট্যাক্স সংলগ্ন এলাকায়। জানাযায় রবিবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ লালগোলার দিক থেকে রঘুনাথগঞ্জ এর দিকে আসা একটি বাইক ল্যাম্পপোস্টে সরাসরি ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে ছিটকে পড়ে বাইকে থাকা দুই বাইক আরোহী। ঘটনায় ছুটে যায় এলাকার মানুষজন। খবর দেওয়া হয় জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ আধিকারিক কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাই জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যু এবং আহতদের এখনো নাম পরিচয় জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Category:
দুর্ঘটনা