নিজস্ব সংবাদ, রঘুনাথগঞ্জ:১৪ জুলাই ২০২৫
সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মথুরাপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে ঘটে যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে নেমে যায় একটি পণ্যবাহী লরি। ঘটনায় মৃত্যু হয়েছে এক গ্যারাজ কর্মীর, আহত আরও দুই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওমরপুর দিক থেকে বহরমপুরের দিকে যাওয়ার পথে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই লরির চালক। সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা মোটর বাইক ও একটি চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে। এরপরই লরিটি ঢুকে পড়ে রাস্তার পাশের একটি চারচাকা গ্যারাজে।
দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় গ্যারাজ কর্মী ফারুক শেখের। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে পাঠায়। মৃতদেহটিও ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ফারুক শেখের বাড়ি বীরভূমের হিয়াত নগরে বলে জানা গিয়েছে।
এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশি তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। রঘুনাথগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।