ভিনরাজ্যে টাওয়ার থেকে পড়ে মৃত্যু, কফিনে ফিরল দেহ—৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে চিরবিদায় পরিযায়ী শ্রমিকের

 


সংবাদদাতা,মালদা: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল মালদার এক পরিযায়ী শ্রমিকের। হায়দরাবাদে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হয়েছে রতুয়া-১ নম্বর ব্লকের চাঁদমুনি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামের বাসিন্দা বেনারুল ইসলামের বয়স আনুমানিক 25 বছর। সোমবার সকালেই কফিনবন্দী নিথর দেহ ফিরল নিজের গ্রামে। সেই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যেরা। শোকস্তব্ধ গোটা গ্রাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ১২ দিন আগে হায়দরাবাদে একটি নির্মাণকাজে যোগ দেন বেনারুল। তিনি সেখানে একটি টাওয়ারের উচ্চতায় কাজ করছিলেন। গত বৃহস্পতিবার টাওয়ার থেকে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজনের দাবি, কাজের তাগিদে তিনি হায়দরাবাদে গিয়েছিলেন। বাড়িতে রয়েছেন তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। এমন সময় স্বামীর এই করুণ পরিণতিতে পুরোপুরি ভেঙে পড়েছেন তিনি। মৃতের বাবা-মা ও আত্মীয়স্বজনরাও শোকে স্তব্ধ।

এদিন সকালেই মৃতদেহ কফিনে করে আনা হয় গ্রামে। প্রচুর মানুষের উপস্থিতিতে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দাফনকার্য সম্পন্ন হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের তরফে দাবি উঠেছে, নির্মাণ সংস্থার তরফে যাতে যথাযথ ক্ষতিপূরণ ও সরকারি সহায়তা পরিবারকে দেওয়া হয়, সেই দিকটি প্রশাসনের দেখা উচিত।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন