লালগোলা থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, গ্রেফতার তিন!
নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ:
আজ, ১৮ জুলাই ২০২৫, মুর্শিদাবাদ জেলা পুলিশের লালগোলা থানার একটি সাফল্যপূর্ণ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ হেরোইন। গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তি করে পুলিশ রামনগর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। অভিযুক্তদের হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৮৩৭ গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিষিদ্ধ আইন (NDPS Act) অনুযায়ী লালগোলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ধৃতরা একটি বৃহৎ মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত এবং তারা এই মাদকদ্রব্য কোথায় পাচার করছিল তা জানার চেষ্টা চলছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের এই সাফল্যে এলাকায় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।
পুলিশের বার্তা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।