নিজস্ব প্রতিনিধি, জলঙ্গি:
মুর্শিদাবাদের জলঙ্গিতে গভীর রাতে পুলিশের অভিযানে চাঞ্চল্য। শনিবার রাত ১২টা নাগাদ জলঙ্গি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ঘুর্নিপাড়া গ্রামের কীর্তনিয়াপাড়ায়। এই অভিযানে কোচবিহার জেলার দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
ধৃতদের নাম বিশ্বজিৎ বর্মণ (২৯) ও শম্ভু বর্মণ (৩৭)। তারা কোচবিহার জেলার তুফানগঞ্জ থানার ভেলকোপা পার্ট-১ এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ইমপ্রোভাইসড লোহার তৈরি পাইপগান, তিন রাউন্ড জীবন্ত কার্তুজ এবং একটি টয়োটা করোলা আল্টিস গাড়ি।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে জলঙ্গি থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় কোনো বৃহৎ অপরাধচক্র জড়িত কিনা, তা জানার জন্য ধৃতদের জেরা চলছে। চক্রে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের এই তৎপরতাকে কেন্দ্র করে এলাকায় আলোড়ন তৈরি হয়েছে।