প্রতিবেদন, মুর্শিদাবাদ:নবগ্রাম ব্লকে নাবালিকা বিয়ের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনার সূত্র ধরে নবগ্রাম থানার পুলিশের হস্তক্ষেপে ছেলেপক্ষ ও মেয়েপক্ষ মিলিয়ে মোট ৫ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলশা গ্রামের এক নাবালিকা সম্প্রতি বিয়ে করে কানফালা গ্রামের এক যুবকের সঙ্গে। যদিও বিয়ে গোপনে সম্পন্ন হয়েছিল, তবে বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। সেখান থেকেই খবর যায় পুলিশের কাছে।
খবর পেয়েই বৃহস্পতিবার নবগ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে নাবালিকা, যুবক, যুবকের বাবা-মা ও নাবালিকার মাকে আটক করে। ধৃতদের শুক্রবার লালবাগ আদালতে পেশ করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাপ্ত বয়স্ক না হওয়া সত্ত্বেও মেয়েটির বিয়ে দেওয়া হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। নাবালিকা বিবাহ রোধে কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছে পুলিশ প্রশাসন।
Category:
চাইল্ড ম্যারেজ