জঙ্গিপুরে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে রোড শো ও সচেতনতামূলক পদযাত্রা, ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ


 সংবাদদাতা, রনি শেখ, জঙ্গিপুর: আজ জঙ্গিপুর শহরে অনুষ্ঠিত হলো “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির আওতায় একটি সচেতনতামূলক পদযাত্রা। এই কর্মসূচির আয়োজন করে জঙ্গিপুর পুলিশ জেলা, তত্ত্বাবধানে ছিল জঙ্গিপুর পুলিশ ফাঁড়ি।

জঙ্গিপুর হাইস্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই পথযাত্রা শহরের প্রধান প্রধান রাস্তায় পরিক্রমা করে। শহরের ব্যস্ততম এলাকায় রোড সেফটির বার্তা ছড়িয়ে দেওয়া হয় প্ল্যাকার্ড, পোস্টার এবং স্লোগানের মাধ্যমে।

পথযাত্রার সূচনায় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবত্বম সরকার, আজকের এই পথযাত্রায় অংশগ্রহণ  করতে দেখা যায় সমষ্টি উন্নয়ন আধিকারিককেও, এছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশের রেভিনিউ ইন্সপেক্টর শুভেন্দু চ্যাটার্জী, এবং জঙ্গিপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ পলাশ পাল। এছাড়াও জঙ্গিপুর জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সড়ক দুর্ঘটনা রোধে সকলে যাতে দায়িত্বশীল ভূমিকা নেয়, তা নিশ্চিত করা।পথ নিরাপত্তা সম্পর্কে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও চলবে বলেও জানান কর্তৃপক্ষ।

"সচেতনতা থেকেই সুরক্ষা"—এই বার্তা নিয়েই সফলভাবে সম্পন্ন হয় আজকের অনুষ্ঠান।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন