বাংলায় এনআরসি? হাই কোর্টে জনস্বার্থ মামলা, শুনানি আগামী মঙ্গলবার

 

চিত্র,গুগল

সংবাদদাতা, কলকাতা: পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিকপঞ্জি (NRC) চালুর দাবিতে কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাটি দায়ের করেছেন পারমিতা দে। তাঁর আইনজীবী ফিরোজ এডুলজির আবেদনের ভিত্তিতে মামলাটি গ্রহণ করেছেন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।

হাই কোর্ট রাজ্য সরকারকে এই বিষয়ে জানতে চেয়েছে—এই সংক্রান্ত অন্য কোনও মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে কি না।

এনআরসি ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। কিছুদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “বিজেপি পিছনের দরজা দিয়ে বাংলায় এনআরসি চালুর ষড়যন্ত্র করছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অসমের এনআরসি প্রক্রিয়াকে “গণবিচারহীন” বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ অগস্ট সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশিত হয়। ৩ কোটি ৩০ লক্ষ আবেদনকারীর মধ্যে প্রায় ১৯ লক্ষ ৭ হাজার জনের নাম বাদ যায়। এরপর কেন্দ্র তালিকা পুনরায় যাচাইয়ের আবেদন জানালেও সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।

বর্তমানে অভিযোগ উঠছে, যাঁদের নাম এনআরসি তালিকায় নেই, তাঁরা আধার নম্বর থেকে বঞ্চিত হওয়ায় সরকারি নানা পরিষেবা এবং ব্যাংক সংযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এই আবহেই পশ্চিমবঙ্গে এনআরসি চালুর দাবিতে জনস্বার্থ মামলা ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক এবং নাগরিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

 এনআরসি নিয়ে রাজ্যে নতুন করে শুরু বিতর্ক, নজরে মঙ্গলবারের শুনানি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন