কাবিলপুরে ভোট বয়কটের হুঁশিয়ারি, দাবি একটাই—বেহাল রাস্তা সংস্কার করুন

 


সংবাদদাতা,মানিরুল ইসলাম | সাগরদিঘী:

মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের অন্তর্গত কাবিলপুর গ্রামের বেহাল রাস্তা ঘিরে এবার ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবিতে আন্দোলন করেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না মেলায় এবার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন স্থানীয়রা—রাস্তা না হলে ভোটও নয়।

গ্রামের একাধিক জায়গায় ইতিমধ্যেই পোস্টার, ব্যানার লাগিয়ে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন কাবিলপুরবাসী। স্পষ্ট বার্তা—“রাস্তা না হলে, ভোটও না”।

স্থানীয় বাসিন্দা আবদুল রাইসুদ্দিন বলেন, “প্রতিবার ভোটের আগে নেতা-মন্ত্রী এসে বড় বড় প্রতিশ্রুতি দেন। রাস্তা হবে, সংস্কার হবে—এইসব বলে ভোট নিয়ে যান। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এবার আর বিশ্বাস নেই। রাস্তা ঠিক না হলে আমরা ভোট দেব না।”

বৃষ্টি হলেই কাদাময় হয়ে পড়ে রাস্তাটি। প্রবীণ নাগরিকদের বক্তব্য, বর্ষার সময় এ রাস্তা দিয়ে হাঁটাও যায় না, স্কুলভ্যান বা অ্যাম্বুলেন্স তো দূরের কথা। ফলে শিশু থেকে বৃদ্ধ—সকলেই প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।

বিষয়টি নিয়ে বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও, আজ পর্যন্ত কাজের কোনও অগ্রগতি দেখা যায়নি। গ্রামবাসীদের অভিযোগ, সমস্যা জানার পরও নির্বাচিত প্রতিনিধিরা নির্বিকার।

রাজনৈতিক মহলের মতে, এই বিক্ষোভ যদি আরও ছড়িয়ে পড়ে, তবে প্রশাসনের উপর চাপ বাড়তে বাধ্য। ভোট বয়কটের ডাক যে কোনও সময় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

গ্রামবাসীদের প্রশ্ন স্পষ্ট—“যখন আমাদের ন্যূনতম চাহিদাই পূরণ হচ্ছে না, তখন কীসের ভোট? কেনই বা অংশ নেব গণতন্ত্রে?”

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।

কাবিলপুরের এই আন্দোলন শুধুই একটি গ্রামের সমস্যা নয়, বরং নির্বাচনী প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাকের প্রতিচ্ছবি। এ এক সরাসরি বার্তা—উন্নয়ন যদি না হয়, ভোটও নয়!



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন