নিজস্ব সংবাদ, মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কুতুবপুর ঘাট থেকে চোরা চালান করতে আসা তিনজন বাংলাদেশি চোরা কারবারিকে গ্রেফতার করল জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই সাফল্য পেল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের তেঘরী গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর ঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল তিনজন। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদের চাপে পড়ে তারা স্বীকার করে যে, গরু পাচারের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। এরপরই তিনজনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের নাম –মোহাম্মদ মিসবাহুল হক (৫৫), বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বাগডাঙ্গা এলাকায়।মোহাম্মদ জাহাঙ্গির শেখ (৪০), বাড়ি ঝাইরা মোল্লার এলাকায়।মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫), বাড়ি চাঁপাই নবাবগঞ্জের বাগডাঙ্গা এলাকায়।
ধৃত দের কাছ থেকে তিনটি মোবাইল ও বেশ কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করেছে পুলিশ।এই চোরাকারবারের সঙ্গে ভারতের কেউ যুক্ত রয়েছে কিনা তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
মঙ্গলবার ধৃতদের রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে আদালতে পেশ করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জঙ্গিপুর জেলা পুলিশ। সীমান্তে বেআইনি চোরা চালান রুখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।