২০২৬-এর পর বিজেপিকে দিয়েই ‘জয় বাংলা’ বলাব, শহিদ দিবসের মঞ্চ থেকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

 


সংবাদদাতা | কলকাতা | ২১ জুলাই, ২০২৫

একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাষণে তিনি দাবি করেন, ২০২৬ সালের নির্বাচনের পর বিজেপির নেতাদের দিয়েই ‘জয় বাংলা’ বলানো হবে।

অভিষেক বলেন, “এক সময় বাংলায় এসে বিজেপির নেতারা ‘জয় শ্রী রাম’ বলতেন। এখন তারা ‘জয় মা কালী’, ‘জয় মা দুর্গা’ বলছে। আগামী দিনে তাদের মুখ দিয়েই ‘জয় বাংলা’ বলানো হবে। ২০২৬-এও তারা ৫০টি আসনের বেশি পাবে না, এটা আমি আগেই বলেছিলাম। আজও বলছি – বাংলার মানুষই আমাদের শক্তি।”

বিজেপিকে আক্রমণ করে তিনি আরও বলেন, “বাংলায় হেরে যাওয়ায় বিজেপির গাত্রদাহ হচ্ছে। বাংলায় তাদের মতো কর্মী একশো বছরেও তৈরি হবে না।”

ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা নিয়ে সরব হয়ে তিনি বলেন, “বাংলায় কথা বলায় যদি বাংলাদেশি তকমা দেওয়া হয়, তবে আমরা দিল্লি গিয়ে আন্দোলন করব। বারবার বাংলায় কথা বলব, যত বলব বিজেপির গায়ে তত জ্বালা ধরবে।”

এদিনের বক্তব্যে ২০২১ সালের “খেলা হবে”-র বার্তা টেনে এনে তিনি বলেন, “এবার বলছি, পদ্মফুলকে উপড়ে বঙ্গোপসাগরে ফেলতে হবে। আত্মসমর্পণ নয়, প্রয়োজনে সংসদে দাঁড়িয়ে সবাই বাংলায় কথা বলব।”

তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বার্তা দেন, “তৃণমূল জিতছেই—এই আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। এক ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়া যাবে না। সবাইকে লড়াইয়ে থাকতে হবে।”

একুশে জুলাইয়ের এই শহিদ দিবসের সভা ছিল তৃণমূলের শক্তি প্রদর্শনের মঞ্চ, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হুঙ্কার ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের আঁচ স্পষ্ট করে দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন