বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালিদের অপমান! একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের

 


সংবাদদাতা, কলকাতা:

ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা ও বাঙালিদের উপর হওয়া ‘অপমান’ ও ‘হেনস্তা’র বিরুদ্ধে সরব হলেন। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি স্পষ্ট বার্তা দিলেন—এবার লড়াই হবে দিল্লি পর্যন্ত।ভিক্টোরিয়া হাউসের সামনে ভিড় উপচে পড়ে লক্ষ লক্ষ কর্মী-সমর্থকে নিয়ে, ভাষা ও জাতিসত্তার প্রশ্নে এক আবেগঘন ভাষণে মমতা বলেন,

বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। যদি বাংলা বলার জন্য কাউকে বাইরে গ্রেপ্তার করা হয়, লড়াই হবে দিল্লিতেই। তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত কিছু রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মানুষকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে জেলে পাঠানো হচ্ছে। মতুয়া সম্প্রদায়ের উপরও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।শুধু ভাষা নয়, কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,

"একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার অর্থ বঞ্চিত হচ্ছে বাংলা। এই লড়াই শুধু ভোটের নয়, বাংলার সম্মান রক্ষার।"

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কড়া বার্তা দিয়ে মমতা জানান,বিহারে ৪০ লক্ষ ভোটার বাদ গেছে। বাংলাতেও এই চক্রান্ত চলছে। এবার প্রয়োজনে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে। প্রয়োজনে দিল্লিতে আন্দোলন হবে।

সিপিএম ও বামের উদ্দেশ্যেও কড়া সুরে আক্রমণ শানিয়ে বলেন, "ওদের মহাশূন্যে পাঠাতে হবে। এক সময় বলতো, আমি পুজো করতে দিই না। এখন আপনাদের ‘জয় মা দুর্গা’ বলতে হচ্ছে। বাংলায় দুর্গা অঙ্গন করে দেব।"

শেষে তিনি ফের জানান, তৃণমূল বাংলা ভাষা, সংস্কৃতি ও মানুষের মর্যাদার পক্ষে সর্বদা রুখে দাঁড়াবে। প্রয়োজনে আবার শুরু হবে ভাষা আন্দোলন।

এই বছরের একুশে জুলাই শুধুই শহিদ স্মরণ নয়, বরং তৃণমূল নেত্রীর ভাষণে পরিণত হল কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের সূচনা হিসেবে। বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই নিয়ে এবার রাজনৈতিক লড়াইয়ের ময়দানে প্রবল ভাবে নামার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন