প্রয়াত লালগোলার প্রাক্তন বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি আবু হেনা।

 


মুর্শিদাবাদ,২০ জুলাই, রবিবার: প্রয়াত হলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি তথা লালগোলার প্রাক্তন বিধায়ক আবু হেনা। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই কংগ্রেস নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ এক বেসরকারি হাসপাতালে তিনি পরলোকগমন করেন।আবু হেনা ছিলেন মুর্শিদাবাদের অন্যতম অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন এবং রাজ্য রাজনীতিতে কংগ্রেসের মুখ হয়ে উঠেছিলেন।সোমবার তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে, যেখানে দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। পরে মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর নিজের কেন্দ্র লালগোলায়, সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।আবু হেনার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে শোকবার্তা জানানো হয়েছে। কংগ্রেসের রাজ্য নেতৃত্ব তাঁকে একজন সংগ্রামী, সৎ ও জনদরদী নেতা হিসেবে অভিহিত করেছেন।

মুর্শিদাবাদের রাজনীতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন অনেকে।

#Murshidabad #Congress 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন