রঘুনাথগঞ্জে ডাম্পারের ধাক্কায় মৃত্যু ।



রনি শেখ, জঙ্গিপুর: ঘটনা রঘুনাথগঞ্জ থানার দফরপুর অঞ্চলের মুড়াপাড়া মোড়ের। জানা গেছে ডাম্পারের ধাক্কায় মৃত হয় এক ব্যক্তির।মৃতের নাম সিস মোহাম্মদ, বয়স আনুমানিক ৬৫ বছর। মৃতের বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রানীনগর গ্রাম পঞ্চায়েতের মাল ডোবা গ্রামে । স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো শনিবার সাত সকালে মর্নিং ওয়ার্ক করতে বেরিয়েছিল শিস মোহাম্মদ। তবে মর্নিং ওয়ার্ক করে আর বাড়ি ফেরা হলো না তার । দফরপুর অঞ্চলের মুড়াপাড়া মোড়ে রাস্তাতেই একটি ছাই বোঝাই ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় তার। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।দুর্ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় মানুষজন। মৃতদেহ উদ্ধার করতে বাধা দেয় পুলিশকে। মূলত তাদের দাবি ছিল যতক্ষণ না গাড়ির মালিক ঘটনা স্থলে আসবে ততক্ষণ মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হবে না ।তবে পুলিশের আশ্বাসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহাকুমা হাসপাতাল মর্গে। ঘটনার জেরে রাস্তায় সাময়িক যানজটের সৃষ্টি হলে পুলিশের তৎপরতায় স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে ফিরে আসে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন