লালগোলায় গ্রেফতার ভুয়ো NIA অফিসার


নিজস্ব প্রতিনিধি,লালগোলা: ভুয়ো NIA অফিসার পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিস।জানা যায়,সোমবার রাতে লালগোলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রামনগর এলাকাতে নাকা চেকিং করছিল পুলিস।এরপর একটি স্কুটি আরোহীকে দেখে সন্দেহ হয় পুলিসের।ওই ব্যক্তিকে থামিয়ে স্কুটির ডিকির ভিতর তল্লাশি চালাতে গেলে সে নিজেকে এনআইএ অফিসার হিসাবে পরিচয় দেয়।এরপর তার স্কুটির ডিকি থেকে ভুয়ো আইডেন্টিটি কার্ড উদ্ধার হয় ও হ্যান্ডকাপ উদ্ধার হয়।মঙ্গলবার ধৃতকে পাঁচদিনের পুলিস হেফাজতের আবেদন রেখে লালবাগ আদালতে তোলা হবে।ধৃত ওই ভুয়ো এনআইএ অফিসারের নাম জাহির আব্বাস।বাড়ি লালগোলার রামনগর এলাকায়।ইতিমধ্যেই পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন