বিচারকের চেয়ারে রাজমিস্ত্রির সন্তান

 

রাহুলের সাফল্যে খুশি জঙ্গিপুরবাসী

নিজস্ব প্রতিবেদক: নিজে সামান্য রাজমিস্ত্রি। আর্থিক  দূরাবস্থার কারণে সেভাবে পড়াশোনা করার সুযোগ পায়নি। কিন্তু ছেলেমেয়েদের মানুষ করতে হবে, এমনই স্বপ্ন দেখতেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের প্রত্যন্ত এলাকা  মঙ্গলজান গ্রামের বাসিন্দা হাসিবুল  সেখ। ছেলেও চাইতেন কিছু একটা করতে হবে। বাবার স্বপ্ন ও ছেলের অদম্য পরিশ্রমে এবার বিচারকের চেয়ারে বসতে চলেছেন রাজমিস্ত্রির সন্তান রাহুল সেখ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের  রাজমিস্ত্রির ছেলে রাহুল সেখ  বিচারকের আসনে বসবেন খুব শীঘ্রই ।মঙ্গলবার রাতে প্রকাশিত হয়েছে রাজ্য জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০২২ এর ফলাফল। সেই তালিকার দ্বাদশতম স্থান করেছেন  রাহুল। তিনি প্রথম শ্রেণির  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কাজে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন