রনি শেখ,জঙ্গিপুর: চাষযোগ্য জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পাঁচটি মাটি বোঝাই ট্রাক্টর গাড়ি আটক করলো প্রশাসন।রঘুনাথগঞ্জ২ ব্লকে মাটিমাফিয়ারা দিন দিন গজিয়ে উঠছে। প্রশাসনকে তোয়াক্কা না করে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের অন্তর্গত কাসিয়াডাঙ্গা হাট পাড়া ও কৃষ্ণশাইল এলাকায় অবৈধভাবে চাষযোগ্য জমিতে রাতের অন্ধকারে এবং দিনের বেলায় অবাধে চলছিল মাটি কাটার কাজ।এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রঘুনাথগঞ্জ ব্লকের বিএলআরও সরজমিনে হানা দিয়ে পাঁচটি মাঠি বোঝায় ট্রাক্টর গাড়ি আটক করে।মুর্শিদাবাদ গঙ্গাভাঙ্গন প্রবল এলাকা আর তাতেও কমছে না গঙ্গারপাড় থেকে মাটি কাটার কাজ।এলাকার মাটি মাফিয়ারা এলাকার একাংশ নেতাদের হাত করে অবাধে চালাচ্ছিল গঙ্গারপারের জমি থেকে মাটি কাটার কাজ।এভাবেই যদি অবৈধভাবে মাটি কাটে তাহলে গঙ্গার নদীর গতিপথ ঘুরলে গঙ্গা ভাঙ্গনের কবলে পড়বে বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।তাই এলাকাবাসীদের দাবি অবিলম্বে অবৈধভাবে গঙ্গারপারের জমি থেকে কোনভাবেই মাটিকাটা যাবে না।যদিও প্রশাসন বলেন এর আগেও বারবার হানা দিয়ে একাধিবার অভিযান চালায়। আজ ফের পাঁচটি ট্রাক্টর আটক করে আইনি প্রক্রিয়া শুরু করেছেন।
Category:
অপরাধ