রঘনাথগঞ্জে শপিংমলে দুঃসাহসিক চুরি,কিনারা করল পুলিশ।


রনি শেখ,জঙ্গিপুর: হোলির দিনে রঘুনাথগঞ্জ থানায় একটি শপিং মল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করে রঘুনাথগঞ্জ থানায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই মলেরই ক্যাশিয়ার সহ তিন জনকে  জিজ্ঞাসাবাদ করে। ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করতেই সেখান থেকেই চুরির কিনারা করা হয়। জানা যায় ওই চারজনের মধ্যে প্রবীর হালদার নামে এক ব্যক্তির কাছে প্রায় ৬ লক্ষ ৩২ হাজার ১২০ টাকা উদ্ধার করে পুলিশ। জানা যায় ওই চারজন ব্যাক্তি শপিংমলের কর্মী ছিলেন । পুলিশ যার কাছে টাকা উদ্ধার করেছে তার নাম প্রবীর হালদার বাড়ি শামশেরগঞ্জ থানার জিয়াদকুণ্ডু গ্রাম। কর্মক্ষেত্রে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রতাপপুর কলোনিতে ভাড়া বাড়িতে থাকতো বলে জানা গিয়েছে।। উল্লেখ্য রঘুনাথগঞ্জের দরবেশ পাড়ায় একটি শপিংমলে পেছনের সাঁতার খুলে ভোর থেকে নগদ টাকা সহ আসবাবপত্র লণ্ডভণ্ড করে পালিয়ে যায় দুষ্কৃতীরা । রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপরেই অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তদন্ত নেমে প্রায়ই দশ দিনের মধ্যে চুরির কিনারা করে পুলিশ। আটক করা হয় মলেরই চারজন কর্মীকে । তারা প্রত্যেকেই কর্মক্ষেত্রে রঘুনাথগঞ্জে ভাড়া বাড়িতে থাকতো। তাদের একজনের বাড়ি বিহার একজনের বাড়ি উত্তর প্রদেশ একজনের বাড়ি পশ্চিমবঙ্গের হাওড়া এবং আরেকজনের বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকায়। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই ঘটনায় চার জনকে আটক করা হয়েছে বুধবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাদেরকে আদালতে তোলা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন