বিহারে ১২৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, ভোটের আগে চমক নীতীশের

 


১৭ জুলাই: সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ, সামাজিক প্রকল্পে ভাতা বৃদ্ধি ও যুবকদের জন্য বিশেষ উদ্যোগের পর আরও বড় সিদ্ধান্ত নিলেন নীতীশ কুমার। তিনি ঘোষণা করেছেন এবার থেকে বিহারে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের খরচে কোনও টাকা দিতে হবে না। অর্থাৎ সকলের জন্য ১২৫ ইউনিট করে বিদ্যুৎ ফ্রি। আগামী ১ আগস্ট থেকে লাগু হবে এই নিয়ম। যার ফলে উপকৃত হবেন বহু মানুষ। বিশেষ করে বিহারের গরিব পরিবারগুলির জন্য এই ঘোষণা বেশ স্বস্তি দেবে।এই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, ‘শুরুর দিন থেকে আমরা সুলভ মূল্যে প্রত্যেককে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ১ অগস্ট থেকে ১২৫ ইউনিট পর্যন্ত খরচে কাউকে বিদ্যুতের জন্য টাকা দিতে হবে না।’চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে হাতে রয়েছে আর মাত্র কয়েকমাস। তাই ভোট ঘোষণার আগেই বিভিন্ন ক্ষেত্রে ছাড় কিংবা আর্থিক সাহায্যের পরিমাণ বাড়াচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জেডিইউ প্রধান আরও বলেছেন, আগামী তিন বছরের মধ্যে বিহারের প্রতি ঘরে ঘরে সোলার বিদ্যুতের সংযোগ স্থাপন করা হবে। বাড়ির ছাদে বসানো হবে সোলার প্ল্যান্ট। যারা গরিব তাদের বাড়িতে বিনামূল্যে এই সোলার প্ল্যান্ট বসানো হবে। বাকিদের ক্ষেত্রে সরকার কিছুটা সুবিধা দেবে।

‘কুটির জ্যোতি যোজনার আওতায়’ এই প্রকল্পের রূপায়ণ হবে। তবে শুধু বাড়ির ছাদেই নয়, সৌরশক্তির ব্যবহার বাড়াতে রাজ্যের রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টেও সোলার প্ল্যান্ট বসাবে বিহার সরকার। এমনটাই জানিয়েছেন নীতীশ কুমার। যদিও বিহারের মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে কটাক্ষ করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। নির্বাচনের আগে এগুলিকে স্টান্টবাজি বলে কটাক্ষ করেছে বিরোধী শিবির।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন